নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়া: “এক ছাতার নীচে থেকে ঈদ আনন্দ হবে সবার জন্য সমান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলায় কর্মরত ১৫৯২ জন পুলিশ সদস্যদের মাঝে ঈদ উপহার দেয়া হয়েছে।বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরের শহরের পশ্চিম মেড্ডা এলাকার জেলা পুলিশ লাইন্সে পুলিশ নারী কল্যান সমিতি ও জেলা পুলিশের উদ্যোগে এই ঈদ উপহার দেয়া হয়।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন ও পুলিশ নারী কল্যান সমিতির সভানেত্রী মিসেস জহুরা আক্তার।
বক্তারা বলেন, কঠিন চ্যালেঞ্জ নিয়ে দেশ ও জাতির জন্য দায়িত্ব পালন করা পুলিশ সদস্যরা একে অপরের পরিবারের মত। তাই আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতেই এই আয়োজন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ কামরুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এমরানুল ইসলামসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ পুলিশ সদস্যগন উপস্থিত ছিলেন। পরে ১৫৯২ জন পুলিশ সদস্যদের মাঝে ঈদ উপহার দেয়া হয়।