নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ায় সরাইল ব্যাটালিয়ান (২৫ বিজিবি’র) উদ্যোগে সীমান্তবর্তী এলাকায় ২৫০ জন দুস্থ ও দরিদ্র রোজাদারদের মাঝে ইফতার ও রাতের খাবার বিতরণ করা হয়েছে।
আজ রবিবার (১৬ এপ্রিল) বিকালে বিজয়নগর উপজেলার কবি সানাউল্লাহ হক কলেজ মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২৫ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ আরমান আরিফ পিএসসি।
এছাড়াও উপস্থিত ছিলেন, ২৫ বিজিবি’র সহকারী পরিচালক মোঃ রফিকুল ইসলাম, কবি সানাউল হক কলেজের অধ্যক্ষ আহসান আহমেদ রানা, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু সালেহ, চাওড়া কবি, সিংগারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম ভূইয়া, মেম্বার ও গণ্যমান্যব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিজিবি’র অন্যান্য সদস্যবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দিক-নির্দেশনায় বর্ডার গার্ড বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল হতে শুরু করে সারাদেশে দুস্থ ও দরিদ্রদের মাঝে মাসব্যাপী ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করছে। এরই অংশ হিসেবে পবিত্র মাহে রমজান উপলক্ষে ২৫ বিজিবি’র আওতায়ধীন এলাকায় দুস্থ ও দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে। মূলত বর্ডার গার্ড বাংলাদেশে সব সময়ই সমাজের দরিদ্র এবং বিপন্ন মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। আগামীতেও সকলের সহযোগিতায় সীমান্ত সুরক্ষার মূল দায়িত্বের পাশাপাশি মানুষের কল্যাণে বিজিবি মানবিক কার্যক্রম চালিয়ে যাবে বলেও তিনি জানান।