নিজস্ব প্রতিবেদক: আজ শনিবার ১৫ এপ্রিল সকালে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার সাতমোড়া ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে পানিতে ডুবে শিবা আক্তার (০২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের শিপন মিয়ার মেয়ে।
জানা গেছে, শিবা সকালে পুকুরের পাশে খেলা করার সময় পানিতে পড়ে ডুবে যায়। স্থানীয়রা উদ্ধার করে নবীনগর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুদ্দিন আনোয়ার বলেন, পানিতে ডুবে শিবা নামের এক শিশু মারা গেছে।