নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ায় ঈদুল ফিতরকে সামনে রেখে ৫০০ অসহায়-দুস্থ মানুষকে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করেছে ব্রাহ্মণবাড়িয়ার মজিদ-নাহার ফাউন্ডেশন। আজ বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: শাহগীর আলম। মজিদ-নাহার ফাউন্ডেশনের সহ-সভাপতি এইচ এম জাকারিয়ার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো: জসীম উদ্দিন, সাধারণ সম্পাদক মো: বাহারুল ইসলাম মোল্লা। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি আল আমিন শাহিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ এনায়েত হোসেন মিঠু। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন,যারা সামর্থ্যবান ব্যাক্তিবর্গ আছেন তারা মজিদ-নাহার ফাউন্ডেশনের মতো এগিয়ে আসলে আরো ব্যাপকভাবে অসহায় দরিদ্র মানুষ উপকৃত হবেন। আমেরিকা প্রবাসী মনির হোসেন হিটু তার পিতা-মাতার নামে প্রতিষ্ঠিত এই ফাউন্ডেশনের মাধ্যমে ২০১০ সাল থেকে অসহায়-দরিদ্র মানুষকে সহায়তা করছেন। প্রতিবছর ঈদ খাদ্য সামগ্রী প্রদান করা ছাড়াও সেলাই মেশিন,শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরন করছে এই ফাউন্ডেশন।
Last News :
ব্রাহ্মণবাড়িয়ার মজিদ-নাহার ফাউন্ডেশন ৫০০অসহায়-দুস্থ মানুষের মাঝে ঈদ-সামগ্রী বিতরণ
- Reporter Name
- Update Time : ০২:৩৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩
- ৯৭৮ Time View
Tag :
জনপ্রিয় খবর