ব্রাহ্মণবাড়িয়া(উত্তর)সংবাদদাতা: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে স্বেচ্ছাসেবী অরাজনৈতিক সংগঠন “উষ্ণতার ছোঁয়া” উদ্যোগে অসহায় ও এতিম মাদ্রাসায় পড়ুয়া ছাত্রদের ঈদ বস্ত্র বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১০ এপ্রিল) ইফতারে পূর্বে উপজেলার সিংগারবিল ইউনিয়নের খিরাতলা এলাকায় ডক্টর’স কেয়ার মডেল স্কুলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিজয়নগর ও আখাউড়ার ২৩ টি হাফিজিয়া মাদ্রাসার শতাধিক অসহায় ও এতিম মাদ্রাসায় পড়ুয়া ছাত্রদের মাঝে ঈদের নতুন পাঞ্জাবি পায়জামা বিতরণ করেন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্ভোদন করেন, বিজয়নগর উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা মুকাই আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংগারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মনিরুল ইসলাম ভুঁইয়া। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাক্তার মো.এমরান ভুঁইয়া, মো: কামাল হোসেন, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা আকরাম হোসাইন সহ সংগঠনের এডিমন মডারেট ও সেচ্ছাসেবীরা।