নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ায় আসামি ধরতে গিয়ে চায়ের কাপের আঘাতে সদর মডেল থানার এসআই মো. সাইফুল ইসলাম গুরুতর আহত হয়েছেন।আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (৫ এপ্রিল) সন্ধ্যার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের বৌ-বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, আসামী ইয়াছিনের নামে মাদক ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রেলস্টেশনে গ্রেফতার করতে গেলে আসামি ইয়াছিন চায়ের কাপ দিয়ে এসআই সাইফুল ইসলামের মাথায় আঘাত করে পালিয়ে যান ইয়াছিন। পলাতক আসামী ইয়াছিনকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।