মমিনুল হক রুবেল,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রায় চার শতাধিক অসহায় দুস্থ পরিবারের মাঝে দুই কেজি ওজনের ব্রয়লার মুরগি বিতরণ করা হয়েছে। উপজেলার জিনদপুর ইউনিয়নের ৫, ৬ ও ৭ নং ওয়ার্ডের ৩৭০ টি অসহায় দুস্থ পরিবারের মাঝে আজ সোমবার বিকেলে এই বিতরন কার্যক্রমের সমাপ্ত হয়।
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে জিনদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আউয়াল রবির বড় ভাই, বাঙ্গরা বাজারের ভাই-বন্ধু পল্ট্রি ফার্মের সত্তাধিকারী ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আবুল বাশারের নিজস্ব অর্থায়নে এসব মুরগি বিতরণ করা হয়। মুরগী বিতরণের সার্বিক সহযোগীতায় ছিলেন মোঃ ফোরকানুল ইসলাম।
এবিষয়ে মোঃ আবুল বাশার জানান, নিত্যপ্রয়োজনীয় জিনিষপত্রের লাগামহীন উর্ধগতির কারনে সমাজের অসহায়, দুস্থ পরিবারগুলো খুবই কস্টে দিনাপাত করছে। তিনি বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে অনেক সংগঠন ও বিত্তবানরা তাদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন। তাই তিনি ব্যাতিক্রমী চিন্তা থেকে এলাকার অসহায়, দুস্থ পরিবারগুলো যাতে পরিবার নিয়ে একদিন হলেও মাংস দিয়ে ভাত খেতে পারে সেই চিন্তা থেকেই তিনি এসব মুরগী বিতরণ করেছেন বলে জানান। এসময় তিনি সমাজের বিত্তবানদেরও যার যার অবস্থান থেকে সমাজের অসহায় দুস্থ পরিবারগুলোর পাশে দাড়ানোর আহবান জানান।