নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদ জিয়ার উপদেষ্টা মন্ডলীর সদস্য মনিরুল হক চৌধুরী বলেছেন, স্বাধীনতার ৫২ বছর পার হলেও যে স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ করে দেশ হয়েছে, সে দেশ সেখানে নেই। দেশের মানুষ যত ভাল থাকার কথা ছিলো তার ধারেকাছেও নেই।
তিনি এ সময় বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ নেতাকর্মীদের মামলা প্রত্যাহারের দাবী জানান। গ্যাস, বিদ্যুৎ, নিত্য পণ্যের মূল্যের উর্দ্ধগতিসহ ১০দফা বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের সামনে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি অবস্থান কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসময় জেলা বিএনপির আহবায়ক মোঃ জিল্লুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সায়েদুল হক স্বপন। এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান কচি, জহিরুল ইসলাম, সিরাজুল ইসলামসহ জেলা বিএনপির নেতৃবন্দরা।