নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার পৌরসভা ভবন ও পৌরমিলনায়তনে হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের চালানো ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে পৌর সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সকল কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
স্বাধীনতা দিস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরোধীতা করে গত ২০২১ সালের ২৬-২৮ মার্চ পর্যন্ত টানা তিনদিন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন স্থানে ব্যাপক তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকরা। তারা জেলার শহরের বেশ কয়েকটি সরকারি স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
ব্রাহ্মণবাড়িয়া পৌর সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন- পৌরসভার কাউন্সিলর ওমর ফারুক জীবন, নিলুফার ইয়াসমিন ও পৌর নির্বাহী কর্মকর্তা মো. শামছুদ্দিন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ভবন না থাকায় অস্থায়ী কার্যালয় থেকে নাগরিক সেবা দিতে কষ্ট হচ্ছে। পৌরসভার সবকিছুই আগুনে পুড়িয়ে দেয়া হয়েছিল। যারা সেদিন পৌরসভা ভবন ও পৌরমিলনায়তনে ভাঙচুর-অগ্নিসংযোগ করেছিল- তারাও পৌরসভার নাগরিক সেবা নিতে আসেন। কিন্তু দুই বছর পেরিয়ে গেলেও এ ঘটনার বিচার হয়নি, যা অত্যন্ত দুঃখজনক। দ্রুত জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার দাবি জানান বক্তারা।