নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর আউলিয়া বাজারে অতিরিক্ত মূল্যে মুদিমাল বিক্রি ও মাংসের দোকানে মূল্য তালিকা না থাকায় চারটি দোকানিকে ৮ হাজার টাকা জরিমানা করেছে ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।আজ শনিবার দুপুরে উপজেলার আউলিয়া বাজারে এই অভিযান পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. মেহেদী হাসান।
ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. মেহেদী হাসান জানান, মূল্য তালিকা থেকে অতিরিক্ত মূল্যে মুদিমাল বিক্রি করায় খাঁন ডিপার্টমেন্ট স্টোরের সত্ত্বাধিকারী মোনায়েম খাঁন ও সন্তুষ পাল স্টোরের সত্ত্বাধিকারী নারায়ণ পালকে ভোক্তা আইনে তিন হাজার করে ছয় হাজার টাকা এবং মাংসের দোকানে মূল্য তালিকা না থাকায় দুই ব্যবসায়িকে এক হাজার করে দুই হাজার টাকা জরিমানা’সহ সর্বমোট ৮ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। জরিমানার পাশাপাশি দোকানীদের বেশি দামে মুদিমাল বিক্রি না করতে মৌখিকভাবেও সতর্ক করা হয়। তিনি জানান, বাজার স্থিতিশীল রাখতে ভোক্তা অধিকার অধিদপ্তরের এই অভিযান অব্যাহত থাকবে।