মমিনুল হক রুবেল:ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনের সংসদ সদস্য মোঃ এবাদুল করিম বুলবুলকে উদ্দেশ্য করে কঠোর সমালোচনা করেছেন আওয়ামীলীগ নেতারা। গতকাল শনিবার দুপুরে শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ফয়জুর রহমান বাদলের পক্ষে নির্বাচনী গণসংযোগ ও প্রচারণা এসব সমালোচনা করেন পৌর আওয়ামীলীগের সভাপতি বোরহান উদ্দিন আহাম্মেদ ও আওয়ামীলীগ নেতা কাজী জহির উদ্দিন সিদ্দিক টিটু।
বক্তব্যকালে বোরহান উদ্দিন আহাম্মেদ বলেন বিগত দিনে নবীনগরের উন্নয়নের যে ফিরিস্তি তাতে বুঝা যায় ফয়জুর রহমান বাদলের আমলেই সব উন্নয়ন হয়েছে, তাহলে বর্তমান এমপির গত সাড়ে চার বছরে নবীনগরের উন্নয়নে কি কাজ করেছে? তিনি বলেন গত সংসদ নির্বাচনে বাদল ভাই সহ আমরা সকলে মিলে বুলবুল ভাইকে নির্বাচিত করে এমপি বানিয়েছি। উনি নির্বাচিত হবার তিন মাস পরই শেখ হাসিনার মনোনীত নৌকার প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী দাড় করিয়ে নৌকার ভোট ছিনতাই করেছেন এরং ছিনতাইয়ের মাধ্যমে তিনি উপজেলা চেয়ারম্যান ও দুইজন ভাইস চেয়ারম্যান দিয়ে একটা সিন্ডিকেট তৈরি করেছেন। তিনি এই সিন্ডিকেটের মাধ্যমে পরবর্তীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার বিপক্ষে কাজ করিয়েছেন এবং পরবর্তীতে জেলা পরিষদ নির্বাচনে উনি বাড়িতে থেকে প্রতিটি ইউপি চেয়ারম্যানকে এক লক্ষ টাকা ও প্রত্যেক মেম্বারদেরকে ৫০ হাজার টাকা করে দিয়ে সমস্ত ভোট কিনে তার ব্যাক্তিগত প্রার্থীকে জয়যুক্ত করেছেন বলেও অভিযোগ করেন তিনি। এদিকে একই অনুষ্ঠানে আরেক আওয়ামীলীগ নেতা কাজী জহির উদ্দিন সিদ্দিক টিটু সাংসদ এবাদুল করিম বুলবুলকে উদ্দেশ্য করে বলেন, নবীনগরের এমপির চারপাশে একটা সিন্ডিকেট আছে। গুটি কয়েক ঐ সিন্ডিকেট ভেঙ্গে তিনি নবীনগরের আপামর মানুষের এমপি হতে পারে নাই। তিনি আরো বলেন, গত চারবছরে নবীনগরে এমপির সিন্ডিকেটের উন্নয়ন হয়েছে।
নবীনগরবাসীর সহ নবীনগরের রাস্তাঘাট, স্কুল কলেজের কোন উন্নয়ন হয়নি বলেও অভিযোগ করেন তিনি। এছাড়াও এসময় তারা সারাদেশের ন্যায় নবীনগরের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সাংসদ ফয়জুর রহমান বাদলকে দলীয় মনোনয়ন দিতে মাননীয় প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার প্রতি উদাত্ত আহবান জানান।