মোঃ আল মামুন:ট্রাফিক বিভাগের কর্মরত সার্জেন্ট মোঃ মোজাহিদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মাদ শাখাওয়াত হোসেন।
আজ মঙ্গলবার (১৪ মার্চ) চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি)’র বন্দরের দামপাড়া পুলিশ লাইন্স ট্রাফিক বিভাগের ডিউটি শেষে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফেরার সময় দ্রুতগামী প্রাইভেট কার ধাক্কা দিলে গুরুতর আহত হয়। আহত অবস্থায় চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। (ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহির রাজেউন)।মৃত সার্জেন্ট মোঃ মোজাহিদ চৌধুরী, পিতা মৃত মোঃ হাফিজুর রহমান, সাং-জুবলী রোড,মধ্যপাড়া, ব্রাহ্মণবাড়িয়া। তার মরদেহ প্রথম জানাযা শেষে পুলিশ এস্কর্টের মাধ্যমে তার লাশ ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে আসা হয়।
ব্রাহ্মণবাড়িয়া শেরপুরে এশারের পর দ্বিতীয় জানাজা শেষে তার গ্রামের বাড়ী আশুগঞ্জ তালশহর পশ্চিম পাড়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এক প্রেসনোটে উল্লেখ করেন, সার্জেন্ট মোঃ মোজাহিদ চৌধুরীর মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ গভীরভাবে শোকাহত।এ সময় পুলিশ সুপার মোহাম্মাদ শাখাওয়াত হোসেনের উপস্থিতিতে নিহতের মরদেহ কফিনের পুষ্পস্তবক অর্পণ এবং শ্রদ্ধা নিবেদন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ ইকবাল হোছাইন, পিপিএম, সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরানুল ইসলাম টিআই দেব্রতকর।
এ সময় শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।