মমিনুল হক রুবেল: ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার পশ্চিম ইউনিয়ন ফতেহপুর গ্রামের প্রতিবন্ধী জাকির মিয়ার মেয়ে প্রতিবন্ধী লিমা আক্তারের পাশে দাঁড়ালেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী আলামিনুল হক আলামিন।আজ রবিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে হাসপাতালে গিয়ে তার বাবার হাতে চিকিৎসার জন্য নগদ টাকা তুলে দেন।
জানাযায়,প্রতিবন্ধী মোঃ জাকির গাছ কেটে টাকা উপার্জন করে ৭ জন সদস্য নিয়ে খুব কষ্ট করে সংসার চালাই।১০ই মার্চ তার মেয়ে প্রতিবন্ধী লিমা আক্তার মোম বাতির আগুনে পুড়ে যায়।বর্তমানে সে ঢাকা মেডিকেল এর বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।প্রতিবন্ধী লিমা কে বাঁচাতে অনেক টাকা প্রয়োজন যা প্রতিবন্ধী জাকিরের পক্ষে সম্ভব নয়।তার চিকিৎসার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সহযোগিতা চান পুতুল নামে একজন নারী উদ্যোগতা। খবরটি কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক আলামিনুল হক আলামিন এর দৃষ্টিগোচর এলে পরিবার টির কথা চিন্তা করে লিমার পাশে দাঁড়ান।
কেন্দ্রীয় যুবলীগের নেতা আলামিনুল হক আলামিন বলেন,প্রতিবন্ধী জাকিরের পরিবারটি খুব গরিব।তার মেয়ে দুই দিন পূর্বে মোমবাতির আগুনে পুড়ে যায়।সে বর্তমানে ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে ভর্তি রয়েছে।তাকে বাঁচাতে অনেক টাকার প্রয়োজন যা তার পরিবারের পক্ষে এত টাকা খরচ করানো চিকিৎসা করা সম্ভব নয়।আমি আমার নিজস্ব অর্থ থেকে তার চিকিৎসার জন্য অর্থ প্রদান করে তার পাশে দাঁড়িয়েছি।সমাজের বৃত্তবান ও উপজেলা প্রশাসন এই পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি।আমাদের সহযোগিতায় বাঁচাতে পারে লিমা,তার মা বাবা ফিরে পেতে পারে তার মেয়েকে।
প্রতিবন্ধী জাকির বলেন,আমি একজন প্রতিবন্ধী আমার মেয়েও প্রতিবন্ধী।আমার মেয়ে মোম বাতির আগুনে পুড়ে যায়।তাকে বাঁচাতে অনেক টাকার প্রয়োজন,যা আমার পক্ষে এত টাকা দিয়ে চিকিৎসা করা সম্ভব নয়।আমার মেয়ের কথা শুনে কেন্দ্রীয় যুবলীগ নেতা আলামিন ভাই পাশে দাঁড়ালেন টাকা প্রদান করে।বিপদের মুহূর্তে পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আলামিন ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি,এবং সমাজের বৃত্তবান ও উপজেলা প্রশাসন যেন আমার মেয়ের চিকিৎসার জন্য সহযোগিতা করে সেই অনুরোধ করছি।