মো. আজহার উদ্দিন: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেললাইনের উপর হতে ৫০ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তির দ্বি-খন্ডিত লাশ উদ্ধার করেছে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ।
বুধবার (৮ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের চারা বটগাছ-সংলগ্ন রেললাইন হতে লাশটি উদ্ধার করা হয়।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলীম হোসেন শিকদার অজ্ঞাত ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
আলীম হোসেন শিকদার জানান, বুধবার সকালে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের চারা বটগাছ-সংলগ্ন রেললাইনের ওপরে দ্বি-খন্ডিত একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করি, ময়নাতদন্তের জন্য মরদেহটি ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।