ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (৬ মার্চ) রাত সারে ১১টার দিকে ভারতের মুম্বাই টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। তার বয়স হয়েছিল ৫০ বছর।
মৃত্যুকালে রিয়াজ উদ্দিন জামি স্ত্রী, দুই ছেলে সন্তান, দুই ভাই ও ৬ বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
রিয়াজ উদ্দিন জামি ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের দুই বারের সাধারণ সম্পাদক ও দুই বার সভাপতি পদে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ প্রেস ক্লাব নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন। এছাড়াও তিনি ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক পদে ছিলেন। তিনি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল টুয়েন্টিফোর, দৈনিক জনকন্ঠ স্টাফ রিপোর্টার ও ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডটকমের সম্পাদক পদে দায়িত্ব পালন করে আসছিলেন।
তার ছোট ভাই শিহাব উদ্দিন বিপু জানান, মরদেহ ভারত থেকে আসার পর পারিবারিক সিদ্ধান্তে নামাজের জানাযা সময় নির্ধারণ করা হবে।এ দিকে রিয়াজ উদ্দিন জামির মৃত্যুর সংবাদ শুনে তার বাসায় সহকর্মীরাসহ আত্মীয়স্বজন ও শোর্কাত মানুষের ঢল নামে।