মোঃ আল মামুন: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়ান (২৫ বিজিবি’র) মাদকবিরোধী পৃথক পৃথক বিশেষ অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
আজ রবিবার (৫ মার্চ) ভোরে সরাইল ব্যাটালিয়ান (২৫ বিজিবি’র) বিশেষ অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও আখাউড়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় নলগরিয়া, আজমপুর, কালাছড়া, কাশিনগর, সেজামোড়া, নোয়াবাদি ও রাজাপুর স্থান থেকে পৃথক পৃথক অভিযানে ১,৬২৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৩১৩ বোতল ইস্কফ সিরাপ এবং ৪০ কেজি গাঁজা আটক করা হয়েছে। আটককৃত মাদ্রকদ্রব্য ব্রাহ্মণবাড়িয়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের মাধ্যমে জমা রেখে ধ্বংসের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।
এক প্রেস বিজ্ঞপ্তিতে সরাইল (বিজিবি ২৫) ব্যাটালিয়ান উল্লেখ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত মাদক দ্রব্য শূন্য রেখায়, চোরাচালান প্রতিরোধে ও সন্ত্রাসীদের অপতৎপরতা রোধে কার্যক্রম ভূমিকা অব্যাহত রয়েছে।
এ বিষয়ে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ আরমান আরিফ বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরও আখাউড়া সীমান্তবর্তী এলাকাতে আমাদের বিশেষ অভিযান চলছে। এ সীমান্ত এলাকা দিয়ে মাদক যাতে বাংলাদেশে না ঢুকতে পারে সে জন্য সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বর্ডার গার্ড সবসময় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।