মুমিনুল হক রুবেল:ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একটি ড্রেজার মেশিন জব্দ সহ ১৭৫০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। বৃহস্প্রতিবার ২ মার্চ দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী ভূমি কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে তিতাস নদীতে লাইফ জ্যাকেটবিহীন স্পীডবোট চলায় ও অতিরিক্ত যাত্রী বোঝাই করে নৌযান চলাচল করায় অভ্যন্তরীণ নৌ চলাচলে ৮ টি মামলায় জরিমানা করেন ১৭৫০০ টাকা।এছাড়াও নবীনগর পশ্চিম মধ্যপাড়ায় অবৈধ ভাবে ড্রেজার চালানোর দায়ে ঘটনাস্থলে কাউকে না পেয়ে ঐ ড্রেজার মেশিনটি জব্দ করা হয়েছে।
এবিষয়ে নবীনগর সহকারী কমিশনার(ভূমি) মাহমুদা জাহান জানান,জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে।