স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুলিশের বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজা সহ ৬ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলার সিতারামপুর ও কনিকাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়েছে।আটককৃতরা হলেন,বাঞ্চারামপুর উপজেলা মরিচাকান্দি গ্রামের মৃত মিজান মিয়ার ছেলে শহিদ মিয়া (২৭)। মেহেন্দীগঞ্জ উপজেলা সোনামুখী গ্রামের মৃত মোসলেম মিয়ার ছেলে মোঃ মানিক হোসেন (২৪)। সাজাপ্রাপ্ত পলাতক আসামী লিটন দাস (৩০),ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী সিদ্দিক মিয়া,হেলাল মিয়া,শফিকুল ইসলাম।
জানা যায়, নবীনগর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন সিতারামপুর ও শিবপুর ইউনিয়ন কনিকাড়া গ্রামে তল্লাশি চালিয়ে মাদক প্রাচারের সময় তাদের আটক করা হয়।এসময় তাদের কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছিল।
নবীনগর থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,গতকাল রাতে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজাসহ ৬ জন আটক করা হয়।দুই জন মাদকব্যাবসায়ী একজন সাজাপ্রাপ্ত বাকি ৩ জন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী।আটকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকের নিয়োমিত আইনে মামলা রুজু করে জেলহাজতে প্রেরন করা হয়েছে।