স্টাফ রিপোর্টার:ব্রাহ্মণবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। দিনটি পালনে একুশের প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে স্থানীয় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ চত্বরস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী। পরে জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম, পুলিশ সুপার মোঃ শাখাওয়াত হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান আল মামুন সরকার, পৌর মেয়র মিসেস নায়ার কবির, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব, জেলা আওয়ামীলীগ, বিভিন্ন সরকারী, বেসরকারী প্রতিষ্ঠানসহ নানা শ্রেণী পেশার মানুষ শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানান। এছাড়াও পুলিশের একটি চৌকস দল বিউগলের করুণ সুরে শহীদদের প্রতি গার্ড অব অর্নার প্রদর্শন করেন। এছাড়াও দিনটি পালনে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচী গ্রহন করা হয়েছে।
Last News :
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ব্রাহ্মণবাড়িয়ায় পালিত
- Reporter Name
- Update Time : ০২:২৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩
- ৯৭০ Time View
এদিকে জেলা বিএনপির নেতৃবৃন্দের অভিযোগ শহীদ বেদীতে ফুল দিতে যাওয়ার সময় রেলগেইট এলাকায় পুলিশ তাতে বাঁধা দেয়। এতে তারা ফুল দিতে না পেরে ওই স্থানেই প্রতিবাদ সমাবেশ করে ঘটনাটির তীব্র নিন্দা জানান।
তবে ফুল দিতে জেলা বিএনপির নেতৃবৃন্দকে বাঁধা দেয়ার বিষয়টি অস্বীকার করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এমরানুল ইসলাম জানান, এটি বিএনপির সাজানো ঘটনা। প্রটোকল অনুযায়ী তারা সবার শেষে ফুল দেয়ার কথা ছিল। কিন্তু তারা সেই শৃঙ্খলা ভঙ্গ করে। মিডিয়া কভারেজ পাওয়ার জন্য ফুল দিতে না পারার বিষয়টি বানিয়ে বলছে।
Tag :
জনপ্রিয় খবর