নিজস্ব প্রতিবেদক:ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কয়েকদিন আগে উদ্ধার হওয়া মর্টার সেলটি নিষ্ক্রিয় করা হয়েছে। শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার দক্ষিণ ইউনিয়নের সাতপাড়া গ্রামে অবস্থিত হেলিপেড মাঠে এই মর্টার সেলটি নিষ্ক্রিয় করা হয়।
মর্টার সেলটি নিষ্ক্রিয় কাজে থাকা ১১ সদস্যের একটি সেনাদলকে নেতৃত্ব দেন, কুমিল্লা সেনানিবাহীনির মেজর ফৌজিয়া সুলতানা।
জানা যায়, উপজেলার উত্তর ইউনিয়নের চাঁনপুর গ্রামর নির্মাণাধীন আশ্রয়ণ প্রকল্পের পশ্চিম পাশ থেকে আবু তাহের মিয়া মাটি কাটার কাজ করার সময় মর্টার শেলটি দেখতে পায়। পরবর্তীতে পরিত্যক্ত মর্টার শেলটি উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসাদুল ইসলাম।