আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুকুরের পানিতে ডুবে সাইবা মারোয়া নামের ১৫ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার মোগড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাউতলা গ্রামে এ ঘটনা ঘটে। শিশু সাইবা মারোয়া ওই গ্রামের মো. ওয়াসিম মিয়ার মেয়ে।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে বাড়ির বাইরে খেলতে যায় শিশু সাইবা মারোয়া। বেশ কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তার পরিবারের সদস্যরা। একপর্যায়ে সকাল সাড়ে ১০ টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে শিশুটিকে ভাসতে দেখেন শিশুর চাচি। পরে স্থানীয় লোকজনের সহায়তায় পরিবারের লোকজন শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। স্বজনদের ধারণা, শিশুটি বাড়ির বাইরে খেলতে গিয়ে কোনো এক সময় পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়।
আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ফয়জুন্নেছা আমিন
পুকুরের পানিতে ডুবে ওই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।