মমিনুল হক রুবেল, নবীনগর প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজে ২০২২ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে ৯৬ দশমিক ৬৫ শতাংশ পরীক্ষার্থী পাশ করায় এবং ৮৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পাওয়ায় শোকরানা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার দুপুরে অত্র কলেজ ক্যাম্পাসে এই শোকরানা সভা অনুষ্ঠিত হয়। কলেজ অধ্যক্ষ মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে শোকরানা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার জাকির আহাম্মদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ২০১৪ সালে কলেজটি প্রতিষ্ঠা করার পর থেকেই আমি কলেজটিকে দেশের সেরা কলেজে পরিণত করার জন্য দিন-রাত কঠোর পরিশ্রম করে যাচ্ছি। অধ্যক্ষ মহোদয় সহ সকল শিক্ষকরা শিক্ষার্থীদের প্রতি আন্তরিক বলেই আমাদের কলেজে ভালো ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে। ব্যারিস্টার জাকির আহাম্মদ আরো বলেন, তিনি তার প্রতিষ্ঠিত কলেজটির এক যুগপুর্তির মধ্যেই কুমিল্লা শিক্ষা বোর্ডের মধ্যে একটা সেরা কলেজ হিসেবে পরিণত করতে চান। এসময় ব্যারিস্টার জাকির আহাম্মদ এইচএসসি পরিক্ষায় কৃতকার্য সকল শিক্ষার্থীদের অভিনন্দন জানান। ভালো ফলাফল অর্জন করায় তিনি অধ্যক্ষ, শিক্ষক মন্ডলী ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে অত্র কলেজটিকে দেশের সেরা কলেজে রুপান্তর করতে এবং শিক্ষায় সমৃদ্ধ আলোকিত নবীনগর গঠনে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
আলোচনা শেষে দেশ, জাতি ও লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজ পরিবারের সকল সদস্যদের মঙ্গল কামনার্থে বিশেষ মোনাজাত করা হয়।