নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশনের প্লাটফর্মে হৃদরোগে আক্রান্ত হয়ে ৪৫ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যুর পর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৮ ফেব্রুয়ারী) বেলা ১১টার দিকে ওই ব্যক্তি মারা যান। ওই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
এ ব্যাপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার দুপুরে স্টেশনের প্লাটফর্মে বুকব্যথা নিয়ে অজ্ঞাত এক ব্যক্তি পড়েছিল। স্থানীয়রা পুলিশকে জানালে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথিমধ্যে তিনি মারা যান। পরবর্তী লাশটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করি।
তিনি আরও বলেন, ওই ব্যক্তির লাশের পরিচয় শনাক্ত করতে পিবিআই ফিঙ্গারপ্রিন্ট নিয়েছেন। বুধবার রাতে বেওয়ারিশ লাশের দাফনকাজ সম্পন্ন হয়েছে বলে জানান ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো.আজহার উদ্দিন।