Last News :
আশুগঞ্জে শিক্ষার্থীদের মাঝে দুদকের শিক্ষা উপকরণ বিতরণ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে দুদকের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার আশুগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে দুর্নীতি দমন কমিশনের শিক্ষা উপকরণ বিতরণের আয়োজন করে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ।
এতে প্রধান অতিথি ছিলেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামল চন্দ্র বসাক।
দূর্নীতি প্রতিরোধ কমিটি আশুগঞ্জের সভাপতি চিকিৎসক আব্দুল্লাহ আল মাহমুদ নজরুল এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, দূর্নীতি প্রতিরোধ কমিটি ব্রাহ্মণবাড়িয়া এর সাধারণ সম্পাদক মোঃ আরজু মিয়া, হাজী আব্দুল জলিল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো হুমায়ূন কবির, রওশন আরা জলিল বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক রেজাউল আযাদ প্রমুখ।
আলোচনা সভা শেষে ৫টি স্কুলের শিক্ষার্থীদের মাঝে ৯ ধরনের শিক্ষা উপকরণ বিতরণ করেন।