৬ বৈশাখ (১৯ এপ্রিল, ২০২৪) শুক্রবার, বিকাল ৫টায় সূচনাপর্বে “বজলুর রহমান পাঠাগার” পরিবেশন করেন বৃন্দ আবৃত্তি সঙ্গীতানুষ্ঠান। প্রতিদিনের মত সাহিত্য একাডেমির প্রশিক্ষণ বিভাগের শিক্ষার্থীদের আবৃত্তি, গান ও নৃত্য পরিবেশনও ছিল।
সন্ধ্যা সাড়ে ছয়টায় “বৈশাখী উৎসব ও বাঙালির বর্ষবরণ” বিষয়ক আলোচনা সভায় সাহিত্য একাডেমির পরিচালক মণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবু তাহেরের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এনার্জি রেগুলেটারি কমিশনের সদস্য, মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের সাবেক সচিব ড. ইয়ামিন চৌধুরী। তাঁকে ফুল দিয়ে বরণ এবং উত্তরীয় পরিয়ে দেন সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ আরজু, সাহিত্য একাডেমির সদস্য নারী নেত্রী ফজিলাতুন নাহার, স্বনির্ভরের তাহের উদ্দিন ভূইয়া।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পাভেল রহমান ও শুভেচ্ছা বক্তব্য দেন বঙ্গবন্ধু পরিষদের সদস্য সচিব লায়ন এটিএম ফয়েজুল কবির, অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন নাশিদ সাবা নূর তাসমীম মার্সি। আলোচনাপর্বের শেষে নাসিরনগর থেকে আগত বাউল জারু মিয়া ও অমিয় ঠাকুর সঙ্গীতাঙ্গন পরিবেশন করেন বাউল সঙ্গীত।