ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ৬ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আজ বুধবার দুপুরে শিবপুর ইউনিয়নের বড় ব্রিজ থেকে পুলিশের অভিযানে তাকে আটক করা হয়।
নবীনগর থানার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর থানার এসআই আক্কাস আলী সঙ্গীয় ফোর্সসহ শিবপুর নতুন ব্রিজ থেকে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আসামী হলেন, অমর চন্দ্র বিশ্বাস (৩৫), পিতা মৃত মনিন্দ্র বিশ্বাস, সাং-সুহিলপুর, থানা- জেলা ব্রাহ্মণবাড়িয়া।
এ বিষয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৬ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
তিনি আরও বলেন, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।