ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ২৩ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় তার ব্যবহারকৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের নজরুল ইসলাম সেতুর টোল প্লাজা এলাকায় পুলিশের অভিযানে তাকে আটক করা হয়।
আশুগঞ্জ থানার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানার এসআই মোঃ রমজান আলী সঙ্গীয় ফোর্সসহ ঢাকা-সিলেট মহাসড়কে সৈয়দ নজরল ইসলাম সেতুর টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে ২৩ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আসামী হলেন, মোঃ ইকরামুল ইসলাম খন্দকার (২৮) পিতা- মোঃ ইয়াছিন খন্দকার, সাং- চাউরা দৌলতবাড়ী, ইউপি- সিঙ্গারবিল, থানা-বিজয়নগর।
আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ নাহিদ আহাম্মেদ জানান, আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করা হয়েছে। তিনি আরও বলেন এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।