ব্রাহ্মণবাড়িয়ায় আধুনিক দন্তচিকিৎসা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ডেন্টাল সার্জন অ্যাসোসিয়েশনের (ডিস্যাব) আয়োজনে আজ বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত নগরীর স্থানীয় একটি রেস্তোরাঁয় দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়।
রেনেটা ফার্মাসিউটিক্যালসের সহায়তায় সেমিনারের মেন্টর ছিলেন ডাঃ এস কে রহমান হিমেল। সেমিনারের উদ্বোধন করেন সিভিল সার্জন ডা:একরাম উল্লাহ। এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের চেয়ারম্যান ডাঃ আবু সাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেন্টাল সার্জন সমিতির সাধারণ সম্পাদক ডা. মোস্তাফিজুর রহমান খান, ডেন্টাল সার্জন সমিতির সভাপতি ডা. এম এ, মনসুর, উপদেষ্টা ডা. মেসবাহ উদ্দিন চৌধুরী, ডানাজমুল হোসেন চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের সাবেক সুপারভাইজার শওকত হোসেন, সদর হাসপাতালের আরএমও ফয়জুর রহমান ফয়েজ রেনেটা সেলস ম্যানেজার জহিরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের সাবেক সুপারভাইজার শওকত হোসেন, ডাখবির উদ্দিনসহ জেলার কর্মরত সকল ডেন্টাল সার্জন ডা. এ সময় দাঁতের চিকিৎসার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। দন্তচিকিৎসা সময়ের সাথে সাথে এগিয়ে যাচ্ছে। বক্তারা আরো বলেন, সময়ের সাথে তাল মিলিয়ে দাঁতের চিকিৎসা অনেক এগিয়েছে। এই সময়ে শুধুমাত্র বিডিএস ডিগ্রিধারী নিবন্ধিত ডাক্তারদের দাঁতের চিকিৎসার জন্য আশ্রয় নিতে বলা হয়। ডিগ্রি ছাড়া কেউই ড্যানিশ নয়।
সিভিল সার্জেন্ট ডাঃ একরামুল্লাহ বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা অবৈধ ডেন্টাল চেম্বারগুলোর বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা নেব। কেউ আইনের বাইরে নয়এ সময় সার্টিফিকেট প্রদান করা হয়।” এ সময় ডাঃ আবু সাঈদ বলেন, সময়ের সাথে তাল মিলিয়ে দাঁতের চিকিৎসা খুবই আধুনিক। আমরা সাধুবাদ জানাই রেনাতাকে এবং যারা এত সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছে।