ব্রাক্ষণবাড়িয়ায় ন্যাশনাল চিল্ডেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) এর আয়োজনে শিশু বিকাশ সপ্তাহ্ ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে আজ বৃহস্পতিবার গভ.মডেল গার্লস হাই স্কুলে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড এপস) মো:সোনাহর আলী। সম্মানিত অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এডভোকেট লোকমান হোসেন।
বিশেষ অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) মো:জসীম উদ্দিন, গভ.মডেল গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক কাজী শহিদুল ইসলাম।
এ খেলায় সার্বিক তত্ববধানে ছিলেন চাইল্ড পার্লামেন্ট সদস্য পুষ্প রাণি বৈদ্য। খেলায় পুষ্প ও তার দল চ্যাম্পিয়ন ও সিন্থিয়া তার দল রানার্স আপ হয়।