শাহিন আহমেদ সাজু: ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলায় রূপসদী দক্ষিণ পাড়ায় জামাই বাজারে মঙ্গলবার (১৫ আগষ্ট) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভাও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য বীর মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন রূপসদী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাকিম,রূপসদী ইউনিয়নের সাবেক আওয়ামীলীগ এর সভাপতি দেলোয়ার হোসেন, সাবেক রূপসদী ইউনিয়নের সাবেক আওয়ামীলীগের সফল সভাপতি ফেরদৌস মিয়া, ইউনিয়নের আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক মিদন মেম্বার, আওয়ামীলীগ নেতা সাজেদুল ইসলাম, রুপসদী ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক আসাদ মিয়া,যুবলীগ নেতা মোমিন মিয়া।অন্যানদের মধ্য আরো উপস্থিত ছিলেন কালা মিয়া, শাহিন চাঁন, জালাল চাঁন, মহসিন, এশাদ চাঁন, আঃ ছাত্তর, বাবুল মাঝি, নবী চাঁন, পাখি সরকার প্রমুখ।