ব্রাহ্মণবাড়িয়ায় দৈনিক ইত্তেফাকের ৭৩ বর্ষে পদার্পণ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে আজ বুধবার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে বক্তৃতা করেন প্রসক্লাবের সাধারন সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্ণালীলষ্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক মফিজুর রহমান লিমন,ব্রাহ্মণবাড়িয়া পবলিক লাইব্রেরীর সাধারন সম্পাদক ইব্রাহীম খান সাদত, সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পী, প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি শেখ মোঃশহীদুল ইসলাম, সৈয়দ মোহাম্মদ আকরাম,সাংবাদিক জিহাদ উদ্দিন প্রমুখ।সভাপরিচালনা করেন দৈনিক ইত্তেফাকের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মোঃ আরজু মিয়া।
সভায় দৈনিক ইত্তেফাকের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হয়। এছাড়া সংবাদপত্র ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের নিকট দাবী জানানো হয়।

Reporter Name 











