ব্রাহ্মণবাড়িয়ায় লায়ন্স ক্লাব অব ঢাকা-ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে বার্ষিক অক্টোবর সার্ভিস র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৭টা থেকে শহরের টেংকেরপাড় এলাকায় এ কর্মসূচি শুরু হয়।
কর্মসূচির অংশ হিসেবে ফ্রি ডায়াবেটিস পরীক্ষা, র্যালি, আলোচনা সভা ও সেবামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। র্যালি শেষে প্রেসক্লাব চত্বরে আয়োজিত আলোচনা সভায় অতিথিরা লায়ন্স ক্লাবের মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন।
এ সময় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। খাবার বিতরণ কর্মসূচি শহরের পীরবাড়ি থেকে টেংকেরপাড় এলাকায় সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা-ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি ড. রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক এটিএম ফায়েজ কবির, লিও উপদেষ্টা স্থপতি রোবেল মিয়া, লিও সভাপতি সুমাইয়া খানম মিলা এবং সাধারণ সম্পাদক নৌওশীন কবীর ঐশী।
লায়ন্স ক্লাবের সার্বিক তত্ত্বাবধানে এবং লিও ক্লাব অব ঢাকা-ব্রাহ্মণবাড়িয়ার বাস্তবায়নে এ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।

নিজস্ব প্রতিবেদক 












