ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়েছে ১৩ বছর বয়সী এক কিশোর। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে আখাউড়া পৌরশহরের দেবগ্রাম এলাকায় ঢাকা–চট্টগ্রাম রেলপথে এ দুর্ঘটনা ঘটে।
আহত কিশোরের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. শফিক আহমেদ জানান, ধারণা করা হচ্ছে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের একটি কামরা থেকে পড়ে গিয়ে কিশোরটি আহত হয়েছে। পরে দেবগ্রাম দক্ষিণপাড়ার বাসিন্দা ও ইতালি প্রবাসী বিএনপি নেতা আলামিন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সজিব দেবনাথ জানান, কিশোরটির মাথা ও শরীরে আঘাত রয়েছে। তবে বর্তমানে সে শঙ্কামুক্ত। এখনও কথা বলতে পারছে না। তার পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।
News Title :
আখাউড়ায় চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়লো কিশোর
-
মোঃ দেলোয়ার হোসেন, আখাউড়া প্রতিনিধি - Update Time : ১০:৩১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
- ৫৩৫ Time View
Tag :














