লায়ন একেএম রেজাউল হক পিএমজেএফ, পিসিসি – ব্রাহ্মণবাড়িয়ার একজন সুসন্তান। লায়ন্স ক্লাব অব ঢাকা ব্রাহ্মণবাড়িয়ার জন্মলগ্ন হতে বিভিন্ন ভাবে জড়িত, আমাদের অন্যতম শুভাকাঙ্ক্ষী। তার চিন্তা ও চেতনায় বরাবরই ব্রাহ্মণবাড়িয়া- ব্রাহ্মণবাড়িয়ার মানুষের কল্যাণ।তিনি লায়ন জেলা ৩১৫ এ১ এর গভর্নর ছিলেন।বর্তমানে লায়ন্স ইন্টারন্যাশনাল এর এম্বাসেডার অব গুডউইল, ভারত সহ দহ্মিন এশিয়ার লায়ন্স ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এর এরিয়া লিডার।
গত ৩০ সেপ্টেম্বর স্কাইমুন কনভেনশন হলে অনুষ্ঠিত বাংলাদেশ লায়ন ফাউন্ডেশন এর এজিএম এ পূনরায় চেয়ারম্যান নির্বাচিত হন।
আমরা লায়ন্স ক্লাব অব ঢাকা ব্রাহ্মণবাড়িয়া ও লিও ক্লাব অব ঢাকা ব্রাহ্মণবাড়িয়া সদস্যগন তার এই অর্জনে গর্বিত ও অনুপ্রাণিত। আমরা তাকে প্রানঢালা অভিনন্দন জানাই পাশাপাশি তার সুন্দর, সফল কর্মময় দীর্ঘ জীবন কামনা করছি।

নিজস্ব প্রতিবেদক 












