ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ভারতীয় এক অনুপ্রবেশকারীকে আটক করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)। আটককৃতের নাম শ্রী পাপ্পু (৪০)।
জানা যায়, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে পাপ্পু বৈধ কোনো কাগজপত্র ছাড়া বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে বিজয়নগর থানার বিষ্ণুপুর ইউনিয়নের পূর্ব কালাছড়া এলাকায় প্রায় ৫০ গজ ভেতরে প্রবেশ করে। পরে টহলরত বিজিবি সদস্যরা তাকে আটক করে থানায় হস্তান্তর করে।
আটককৃত পাপ্পু ভারতের ত্রিপুরা রাজ্যের কবিল থানার বিনয়নগর গ্রামের শ্রী বাচ্চু মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, “সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবি ভারতীয় অনুপ্রবেশকারীকে আটক করে থানায় সোপর্দ করেছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।”

আলমগীর হোসেন, বিজয়নগর প্রতিনিধি 












