ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকায় অভিযান চালিয়ে দুই কোটি টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি ২৫ ব্যাটালিয়ান। রবিবার ভোর সকালে এই অভিযান পরিচালনা করে এসব চোরাচালান আটক করে বিজিবির টহলকারী একটি দল।
অভিযানকালে একটি কাভার্ড ভ্যানে লুকানো অবস্থায় ৪৪৯ পিস লেহেঙ্গা ও ১৪৭ পিস শাড়ী উদ্ধার করা হয়। আটক মালামালের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ১৩ লক্ষ ৭০ হাজার টাকা।
বিজিবি জানায়, মালামাল আখাউড়া কাষ্টমস্ অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া, ভারতের সীমান্ত দিয়ে যে কোনো চোরাচালানী ও মাদক প্রবেশ রোধে অভিযান অব্যাহত থাকবে।

নিজস্ব প্রতিবেদক 












