ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে বুধবার (২৯ জুলাই) রাত গোপন সংবাদের ভিত্তিতে বিটঘর ইউনিয়নের মহেশপুর গ্রামের যুবলীগের সভাপতি প্রার্থী এবং একাধিক মামলার আসামী রতন মিয়ার বাড়িতে নবীনগর আর্মি ক্যাম্পের দায়িত্বরত ক্যাপ্টেন ইমরন মাসুম সাব্বিরের নেতৃত্বে সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক কারবারি রতন মিয়াকে গ্রেফতার করেছে।
এসময় রতন মিয়ার কাছ থেকে দেশীয় অস্ত্র ও ৮৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়।
জানাযায়, রতন মিয়া নবীনগর বিটঘর ইউনিয়ন মহেশপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে, তার বিরুদ্ধে মাদক সহ বিভিন্ন মামলা রয়েছে। পরে থাকে নবীনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।।

বিশেষ প্রতিনিধি মোহাম্মদ আলী। 












