“সকলের জন্য পুষ্টিকর খাদ্য উৎপাদন গ্রামীণ নারীর অবদান সবার আগে” প্রতিপাদ্য বিষয় নিয়ে”সরকারি সেবা খাত ও ব্যাংক ঋণ প্রাপ্তিতে গ্রামীণ নারী কৃষকের অন্তর্ভুক্তি ও চ্যালেঞ্জ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
এআরডি’র প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা সিদ্দিকুর রহমান রেজভী’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আ: কাইয়ুম এআরডি’র পিসি জান্নাতুল ফেরদৌস এর উপস্থাপনায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন এআরডি’র নির্বাহী পরিচালক ইয়াসমিন জাহান।
এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এন্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) এর সহযোগিতায় আয়োজিত সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আবু হুরায়রা, ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম এর সভাপতি সাংবাদিক মোহাম্মদ আরজু মিয়া, ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ শরিফুল ইসলাম। গ্রামীণ নারীদের অধিকার আদায়ের ধারণাপত্র উপস্থাপন করেন এআরডি’র প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা সিদ্দিকুর রহমান রেজভী। দাবী সংবলিত ধারণাপত্রের উপর মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন স্বপ্নতরী সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ তাহের উদ্দিন ভূঁইয়া, বিভাষ কিশোর দাস জেলা প্রতিনিধি ব্র্যাক, প্রদিপ বল্লব, কো-অর্ডিনেটর, ওয়ার্ল্ড কনসার্ন, সাংবাদিক আলমগীর ওসমান ভূইয়াা, মানবাধিকার কর্মী কামাল আহম্মেদ, রওশনারা বেগম শিক্ষক,প্রমুখ।
স্বপ্নতরী সেমিনার রুমে অনুষ্ঠিত সেমিনারে মোছা: মাসুমা বেগমকে কৃষিক্ষেত্রে সফল অবদান রাখার জন্য সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।