ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক পৃথক অভিযানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতাসহ ৪জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো জেলার সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়ন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া বিষয়ক সম্পাদক জাহিদুল হক শুভ (২৫), ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাহিদ সরকার (৪২), বিজয়নগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ নেতা মাহামুদুর রহমান মান্না (৫৫) ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আদেল মোহাম্মদ জাহাঙ্গীর (৫৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন বলেন, জেলার বিজয়নগরে ২০১৮ সালের ১৬ ডিসেম্বর বিজয়নগর উপজেলার মির্জাপুর এলাকায় কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামল’র উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৬ ডিসেম্বর ২০২৪ ইং রাষ্টু মিয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এই নাশকতা মামলায় মাহামুদুর রহমান মান্নাকে জেলা শহরের পাইকপাড়া ও আদেল মোহাম্মদ জাহাঙ্গীরকে কান্দিপাড়া মহল্লা থেকে গ্রেফতার করা হয়। ঢাকা বিশ্বিবিদ্যালয়ের ছাত্রলীগ নেতা জাহিদুল হক শুভের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা ও ঢাকার শাহবাগ থানায় পৃথক বিষ্ফোরক মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।