ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি’র কার্যনির্বাহী কমিটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সাবেক এমপি এম এ খালেক সভাপতি, ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল সাধারণ সম্পাদক ও মোঃ সুলতান মাহমুদকে দপ্তর সম্পাদক নির্বাচিত করে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। ৪ অক্টোবর (শুক্রবার) এ উপলক্ষ্যে রাজধানী ঢাকার একটি ক্লাবে মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত আজীবন সদস্য ও সাধারণ সদস্যবৃন্দ সর্বসম্মতিক্রমে এম এ খালেক পিএসসি, সাবেক সংসদ সদস্যকে সভাপতি ও ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামলকে সাধারণ সম্পাদক মনোনীত করে ১০১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।
১৪ অক্টোবর (সোমবার) বিকেলে ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি’র দপ্তর সম্পাদক মোঃ সুলতান মাহমুদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।