ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে সেতু এন্টারপ্রাইজ প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট – ২০২৪ এর গ্রান্ড ফাইনালে কসবা ইউনাইটেড ফুটবল ক্লাব জয়ী হয়েছে। শুক্রবার ( ১১ অক্টোবর) বিকেল ৪টার সময় শহরের দানবীর লোকনাথ রায় চৌধুরী মাঠে উক্ত ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলা সেতু এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সৈয়দ তৈমুরের সভাপতিত্বে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্হিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রিয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, ব্রাহ্মণবাড়িয়া জেলা বি এনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জহিরুল হক খোকন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক এড. শফিকুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজের এডহক কমিটির আহ্বায়ক এ বি এম মমিনুল হক, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম লিটনসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ ও জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ৮ টি দল নিয়ে সেতু এন্টারপ্রাইজ প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট ২০২৪, গত ১৩ ই জুলাই থেকে মাঠে গড়ায় এবং সে অনুযায়ী ১৩ টি দলের অংশ গ্রহণের মধ্য দিয়ে আজ গ্রেন্ড ফাইনাল ম্যাচের খেলাটি অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচে সুহিলপুর ফুটবল একাদশ ও কসবা ইউনাইটেড ফুটবল ক্লাব মুখোমুখি হয়। ফাইনাল ম্যাচে কসবা ইউনাইটেড ফুটবল ক্লাব সুহিলপুর ফুটবল একাদশকে (২-০) গোলে পরাজিত করে। জয়ী হয়েছে। ফাইনালে ট্রফি ছাড়াও বিজয়ী দলকে ২৫০০ টাকা প্রাইজমানি ও রানার আপ দলকে ১৫০০ টাকা প্রাইজমানি উপহার দেওয়া হয়। খেলায় কসবা ইউনাইটেড ফুটবল একাদশের খেলোয়ার শাফায়াতকে ম্যান অব দ্যা ফাইনাল হিসেবে গোল্ডেন বুট ও সেরা দর্শক হিসেবে আলী আযমকে বিশেষ পুরস্কার দেওয়া হয়। ফাইনাল খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মো. রাকিবুল ইসলাম, সাদ্দাম হোসেন ও ইমরান আহমেদ।
টুর্নামেন্টে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি সৈয়দ তৌফিক, সাধারণ সম্পাদক মো. মনির হোসেন ও যুগ্ন সাধারণ সম্পদক মশিউর রহমান মশু।