‘বিশ্বশিক্ষকের কন্ঠস্বর শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’ এ স্লোগানে ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ অক্টোবর) জেলা প্রশাসনের সামনে থেকে র্যালি বের করা হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো সেলিম শেখ, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার মাহমুদুল হাসানসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।
সভায় বক্তারা বলেন শিক্ষাই জাতির মেরুদন্ড।