ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে মাদকসহ একজনকে আটক করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার (৩ অক্টোবর) হরষপুরের রাজেন্দ্রপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আসামি হলেন, মাধবপুর উপজেলার রাজেন্দ্রপুর গ্রামের মোঃ আবুল কালাম ছেলে জীবন মিয়া। ২৫ বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজেন্দ্রপুর এলাকায় অভিযান চালায়। এসময় ইয়াবা ট্যাবলেটসহ জীবন মিয়াকে আটক করে। আটককৃত আসামীকে ইয়াবাসহ মাধবপুর থানায় সোপর্দ করা হয়েছে।
এছাড়াও (২৫ বিজিবি’র) অধীনস্থ ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের একটি বিশেষ টহলদল সকালে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকায় অভিযান চালিয়ে সিলেট হতে ঢাকাগামী এস এ পরিবহন নামে একটি কাভার্ড ভ্যান থেকে ১ কোটি ৪ লক্ষ ৯৬ হাজার ৮৭০ টাকা মূল্যের ভারতীয় উন্নতমানের থান কাপড় ৪,৫১১.২ মিটার, ভারতীয় ORIS সিগারেট- ৩,৯৩০ প্যাকেট এবং ভারতীয় কিউ কারপিন অলিভ অয়েল ও স্কিন সাইন ক্রিম- ২,৭৬১ পিস আটক করে।
বর্তমানে আটককৃত ভারতীয় চোরাচালানী মালামাল বিজিবি’র হেফাজতে রয়েছে যা আখাউড়া কাস্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন। অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।