ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহবুবুল হকের পদন্নোতি জনিত বদলির কারণে আজ সোমবার বেলা ১২ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রেসক্লাব বিজয়নগরের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
এ সময় প্রেসক্লাবের পক্ষ থেকে ক্লাবের সভাপতি মৃণাল চৌধুরী লিটন, দপ্তর সম্পাদক আলমগীর হোসেন ও ক্রীড়া ও সাংগঠনিক সম্পাদক মো: রুবেল মিয়া সহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দের উপস্থিতে বিদায়ী ইউএনও সৈয়দ মাহবুবুল হককে একসেট ইসলামী বই উপহার দেন এবং বিদায়ী ইউএনও এর পক্ষ থেকে কলম সৈনিকদের একটি করে কলম উপহার দেন।
অন্যদিকে বিজয়নগর উপজেলার নবাগত ইউএনও মোঃ সাইফুল ইসলাম এর যোগদানে প্রেসক্লাবের পক্ষ থেকে ফৃলেল শুভেচ্ছা জানিয়ে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন প্রেসক্লাব বিজয়নগরের সাংবাদিকরা।