ব্রাহ্মণবাড়িয়া ডায়াবেটিক সমিতির উদ্যোগে আজ শনিবার যথাযোগ্য মর্যাদায় প্রফেসর ডাঃ ইব্রাহিম এর ৩৫ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া ডায়াবেটিক সমিতির উদ্যোগেদিনব্যাপী ফ্রি মেডিক্যাল সেবা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সমিতির তত্বাবধায়ক বডির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মিন্টু ভৌমিক এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যানের মধেে বক্তিতা করেন সমিতির সদস্য সচিবকাজী মোঃ কামাল উদ্দিন,কোষাধ্যক্ষ নুরে আলমছিদ্দিকী, উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা সদস্য মোঃ ওমর ফারুক, চীফ মেডিক্যাল অফিসার ডা মেহজাবিন মুনমুন,মেডিক্যাল অফিসার ডাঃসায়িদা সামিহা, ডাঃ শামীমা সুলতানা, ডাঃ জহিরুল হক ও ডাঃ আনোয়ার হোসেন।আলোচনা সভায় বক্তারা বলেন, প্রধান উপদেষ্টা ডইউঃনুছ স্যারের কষ্ট আর আমাদের কষ্ট একই সূত্রে গাঁথা। গ্রামীন ব্যাংকযেভাবে রাজনৈতিক দস্যুরা দখল করে রেখেছিল ঠিক এ্ক কায়দায় আমাদের প্রতিষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া ডায়াবেটিক সমিতি কে মোঃ ইকবাল হেসেনের নেতৃত্বে রাজনৈতিক দস্যুরা দখল করে ১৬ বছর যাবতচেক জালিয়াতি ও একউান্ট জালিয়াতির মাধ্যমে ব্যাপক লুটপাটকরে। আমরা ২১ শে পদক প্রাপ্তডাঃ যোবায়দা হান্নানকে নিয়ে ডায়াবেটিক সমিতি প্রতিষ্ঠা করেছি মানুষকে সেবা দেয়ার জন্য।এখানে ৮৫ হাজার নিবন্ধিতরোগী চিকিৎসা সেবা গ্রহণ করছে।চলমান এই সেবামূলক চিকিৎসা সেবা কার্যক্রমে দখলদাররা যেন কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে সেইজন্য প্রধান উপদেষ্টা, উপদেষ্টা সমাজকল্যাণ মন্ত্রণালয় ও প্রশাসনের কাছে সদয় দৃষ্টি কানা করেন বক্তারা।