ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে হিন্দু থেকে সেচ্ছায় মুসলিম হলেন উজ্জ্বল দাস নামের ৩০ বছরের এক যুবক। মুসলমান হয়ে নাম রেখেছেন মোঃ ইব্রাহিম। তিনি ইসলাম ধর্মের শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি দেখে সনাতন ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহন করেন।
গত ২ সেপ্টেম্বর, রবিবার মৌলভী সাহেবের মাধ্যমে পবিত্র কালিমা পাঠ করিয়া তিনি ইসলাম ধর্ম গ্রহন করেন। পরে মোকাম বিজ্ঞ নোটারি পাবলিক কার্যালয় ব্রাহ্মণবাড়িয়ায় উকিলের মাধ্যমে হিন্দু থেকে মুসলমান হওয়ার হলফনামা করেন।
মোঃ ইব্রাহিম বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের সুলতানপুর গ্রামের পরেশ চন্দ্র দাসের ছেলে।
মোঃ ইব্রাহিম বলেন, আমি দীর্ঘদিন যাবত ইসলাম ধর্মের কোরআন ও হাদিসের তর্জমা পড়িয়েছি। ইসলাম ধর্মের কোরআন তেলাওয়াত, গজল ও ওয়াজ মাহফিল আমার ভাল লাগে। আমি আস্তে আস্তে ইসলাম ধর্মের বিভিন্ন নিয়ম কানুনের প্রতি আকৃষ্ট হয়। তাই সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেই।