“আমাদের বাংলাদেশে শান্তিচাই” এ শ্লোগান কে সামনে রেখে” দুর্বার নেটওয়ার্ক ব্রাহ্মণবাড়িয়া’র আয়োজনে আজ মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে দল, মত, ধর্ম ভিত্তিক আক্রমণ, ধ্বংস ও লুটপাট বন্ধ হোক বিষয়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দুর্বার নেটওয়ার্ক এর জেলা প্রতিনিধি ও মানবাধিকার সংগঠন এআরডি এর নির্বাহী পরিচালক ইয়াসমিন জাহান এর নেতৃত্বে অনুষ্ঠিত এ মানববন্ধন এ উপস্থিত ছিলেন এনজিও’দের সমন্বয়ক এবং স্বনির্ভর ব্রাহ্মণবাড়িয়া’র নির্বাহী পরিচালক এস,এম,শাহীন, ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ এর জেলা প্রতিনিধি প্রদীপ বল্লভ, স্বপ্নতরী ও এআরডিএর উন্নয়ন কর্মী,ছাএ-ছাএীসহ অন্যরা।
আয়োজকদের প্রত্যাশা এ দেশ সবার। সবাই মিলে মিশে থাকবো, এ দেশ সকলের, ধর্ম বর্ণ কোন পরিচয় নয়, আমরা সবাই এ দেশেরই সন্তান, এ দেশেরই মানুষ। জয় হোক মানবতার।