ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের উদ্যোগে আবারও একটি অজ্ঞাত যুবকের অর্ধগলিত পঁচা বেওয়ারিশ লাশের দাফনকাজ সম্পন্ন করেছি।
গত শুক্রবার (৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলী ব্রিজ সংলগ্ন এন্ডাসন বিলে অজ্ঞাত পুরুষ (৩৫) এর লাশ ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করেন।
পরে অজ্ঞাত পুরুষের পরিচয় শনাক্ত হয়নি বলে শনিবার (১০ আগস্ট) বিকালে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর এর উদ্যোগে বেওয়ারিশ লাশের দাফনকাজ সম্পন্ন করা হয়েছে।