ব্রাহ্মণবাড়িয়ার পৌরশহর ভাদুঘর ফোর লেনের পূর্ব পাশে সরকারি ভূমি আইন অমান্য করে অবৈধভাবে নিষিদ্ধ ড্রেজার মেশিন দ্বারা তিন ফসলি জমির ভরাটের অভিযোগ পাওয়া যায়।
ভাদুঘরের ইয়াছিন ঢালী ও তার ছোট ভাই নাঈম ঢালীর বিরুদ্ধে সরজমিনে অনুসন্ধান করতে গিয়ে এলাকাবাসীর সাথে আলাপকালে জানা যায়, ভাদুঘরের ইয়াছিন ঢালী ও তার ছোট নাঈম ঢালী এবং মামুন মিয়া পিতা মৃত কাসেম মিয়া সরকারি ভূমি আইন অমান্য করে ড্রেজার মেশিন দ্বারা তিন ফসলি জমি ভরাট করে ফ্লট বিক্রি করছেন।
এলাকাবাসী আরও জানান, পাশের জমির মালিকগণ বাঁধা প্রদান করিলে কোন কর্ণপাত না করে ভরাট কাজ চালিয়ে যাচ্ছেন। এবিষয়ে এলাকাবাসী ঐক্য হয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। গ্যাস ফিল্ড লাইনের উপর দিয়ে ডেজার লাইন নিয়ে তিন ফসলি জমি ভরাট করে অবৈধ ভাবে নিষিদ্ধ ড্রেজার মেশিন দ্বারা ফ্লট বিক্রি করছেন।
এলাকাবাসীর পক্ষে সোহেল মিয়া একথা জানান।