গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তার স্বপ্ন সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
তিনি গতকাল শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের এলটি হলে ব্রাহ্মণবাড়িয়া ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্রের বৃত্তি প্রদান পুরস্কার বিতরণ সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন ।
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু জাফর মোহাম্মদ আরিফ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সাখাওয়াত হোসেনও ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এএস এম শফিকুল্লাহ।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া ভাষাও সাহিত্য অনুশীলন কেন্দ্রের সভাপতি এস আর ওসমান গনি সজীব।
অনুষ্ঠানে নাট্যকলায় বিশেষ অবদানের জন্য ব্রাহ্মণবাড়ি়য়ার বিশিষ্ট নাট্যকার ও কবি আব্দুল মান্নান সরকারকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া ১০ জন শিক্ষার্থীকে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী শিক্ষাবৃত্তি ২০২৪ ও প্রফেসর ফাহিমা খাতুন শিক্ষাবৃত্তি ২০২৪ প্রদান করা হয়। তাছাড়া বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগীতায় উত্তীর্ণ ৭২ জন শ্ল্পিীকে পুস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে ভাষাও সাহিত্য অনুশীলন কেন্দ্রের সদস্যরা সঙ্গীত পরিবেশন করে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্রের সাধারন সম্পাদক আলেয়া জাহান তৃপ্তি।